Terms & Conditions
- Home
- Terms & Conditions
কোর্সে জয়েন করার পূর্বে শর্তাবলী পড়ুন
আমাদের যেকোনো কোর্সে অংশগ্রহণের পূর্বে অনুগ্রহ করে কোর্সের শর্তাবলী পড়ে দেখুন এবং সেগুলো গ্রহণ করার পরেই কোর্সে জয়েন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উত্তর: না, কোর্সে অংশগ্রহণ করার পর কোনো প্রকার রিফান্ড প্রদান করা হয় না। আপনার সিদ্ধান্ত গ্রহণের আগে কোর্স কনটেন্ট ভালোভাবে পড়ে নিবেন প্রয়োজনে সাপোর্টে কথা বলতে পারেন।
উত্তর: না, কোর্স শুধুমাত্র একক ব্যবহারকারীর জন্য বরাদ্দ। অনুমতি ছাড়া শেয়ার করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে এবং ভবিষ্যতে আমাদের কোনো কোর্স আপডেট পাবেন না।
উত্তর: না, কোর্স অ্যাক্সেস লাইফটাইম দেয়া হয়। তবে যদি কোনো পেমেন্ট বাকি থাকে, তাহলে সাময়িকভাবে এক্সেস বন্ধ হতে পারে। পরবর্তীতে পেমেন্ট ক্লিয়ার করলে আবার অ্যাক্সেস চালু হয়ে যাবে।
উত্তর: হ্যাঁ, কোর্সের প্রতিটি ক্লাস রেকর্ডেড। আপনি যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে দেখে শিখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী কনটেন্ট আপডেট করা হয়।
উত্তর: না, আমরা কোনো ইনকামের গ্যারান্টি দেই না। তবে দক্ষতা অর্জনের জন্য আমাদের পক্ষ থেকে যথেষ্ট গাইডলাইন, রিয়েল প্রজেক্টের মাধ্যমে প্র্যাকটিস এবং ইন্টার্নশিপ সাপোর্ট দেয়া হয়। আমাদের আলাদা একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস-এর কোর্স রয়েছে যেখানে বিস্তারিত গাইডলাইন, প্রোফাইল সেটআপ, বায়ার কনভার্সেশনসহ সবকিছু দেখানো হয়েছে। এই কোর্সে কোনো অতিরিক্ত চার্জ করা হবে না। তবে শর্ত হচ্ছে, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস কোর্স এর এক্সেস পেতে হলে অবশ্যই ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে।
Get in touch with our friendly support team
Our expert team helps you choose the right course based on your interests, schedule, and goals so you can make confident
Along with the course, you’ll gain hands-on experience through our internship program by working on real client project
Stuck somewhere during your learning? No worries. We solve technical or course-related issues through live sessions